প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর-ছনগাঁও এলাকায় সড়কের পাশে পোল্ট্রি বর্জ্য স্তূপ করে রাখা হচ্ছে। এতে এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন। এলাকাবাসী বর্জ্য গুলো অপসারণের দাবি জানিয়েছেন।
ছনগাঁও গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহজাহান বলেন,এলাকার মানুষ পোল্ট্রি বর্জ্য রাস্তার পাশের ফেলা নিয়ে ক্ষুব্ধ। তারা অভিযোগ দিচ্ছেন। তাদের অভিযোগ-এতে এলাকায় বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়ে অভিযুক্ত মাহবুবকে বলেছি। তিনি সরিয়ে ফেলবো বললেও সরাচ্ছেন না। বর্জ্য ফেলার কারণে রতনপুর,ছনগাঁও,পরানপুর,দীঘলগাঁওসহ বিভিন্ন গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ছেন। আশা করছি এবিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযুক্ত রবিউল হাসান মাহবুব বলেন, আমি জৈব সার করতে এগুলো এখানে রাখছি। এতে কারও কোন ক্ষতি হচ্ছে না। এনিয়ে কেউ কোন অভিযোগ করেনি। তিনি এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন বলেও জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com