মহিউদ্দিন মোল্লা।।
রবীন্দ্রনাথের ছোটগল্প পোস্ট মাস্টার। সেই গল্প নিয়ে মঞ্চস্থ হয় শ্রুতি নাটক। নাটকের চরিত্র রতনের বিলাপে বিমর্ষ হয়ে উঠে নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দর্শকরা! রবিবার সন্ধ্যায় কমলাঙ্ক সাহিত্য একাডেমির বর্ষপূর্তিতে এই আয়োজন করা হয়। এই নাটকে পোস্ট মাস্টারের চরিত্রে কলকাতার সোমেশ নাথ,রতন চরিত্রে মধু চন্দা ও গোবিন্দ চরিত্রে শুভ্র কান্তি বিশ্বাস অভিনয় করেন। মাস্টারের বিদায় বেলায় রতনের বিলাপ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। গান আবৃত্তিসহ অন্যান্য আয়োজনে কোলকাতার আ বা সা কলাকেন্দ্র ও কুমিল্লার শিল্পিরা অংশ নেন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ড. আলী হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক বদরুল হুদা জেনুসহ অন্যান্যরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com