প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ
`রমজানের খাদ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে’
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক
প্রতিবেদক।।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, সামনে রমজান মাস। এ মাসে রমজান রাখার ক্ষেত্রে ব্যবহ্রত খাদ্য উপকরণ ও দ্রব্যাদি মূল্য সহনীয় পর্যায়ে নির্দেশ দিয়েছেন। তিনি এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং কমিটি যৌথভাবে উদ্যোগ গ্রহণ করবে। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য জেলা প্রশাসন যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে এর আলোকে বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৭টি প্রবেশ মুখে ৪জন করে ভলেন্টিয়ার নিয়োজিত করা হবে।তারা সিটি কর্পোরেশন এলাকার অটোরিকশা ব্যতীত অন্য কোন অটোরিকশা সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করবে। সিটি কর্পোরেশন এলাকায় যেসব অটোরিকশা চলবে এর চালকগণকে নম্বরসহ একই রঙের পোশাক পরতে হবে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
যানজট প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার আরও বলেন, কান্দির পাড় লিবার্টি চত্বর থেকে মনোহরপুর সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা চলতি সপ্তাহে উচ্ছেদ করা হবে এবং এ এলাকায় কোনো প্রকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী তথা ভ্যান গাড়ি মুক্ত রাখা হবে। ধারণা করা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৭ হাজার অটোরিকশা চলাচল করতে পারে। এ অবস্থায় যানজট সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ৫ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন দেয়া হবে।
সদর দক্ষিণ উপজেলায় সিটি কর্পোরেশন এলাকা থেকে নিষ্কাশিত ময়লা পানি প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকা থেকে নিষ্কাশিত পানি পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া যায় নি। অন্যদিকে ইপিজেড থেকে নিষ্কাশিত পানির পরীক্ষিত ফলাফল ভালো পাওয়া গেছে। এ অবস্থায় কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। তিনি বলেন, কুমিল্লায় ধর্ষণের ঘটনা খানিকটা বাড়লেও খুন, ডাকাতি, অপহরণসহ গুরুতর অপরাধের ঘটনা কমেছে। সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব কুমিল্লা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার করার প্রস্তাব করলে পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান।
বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীবসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com