প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ
‘রাজনৈতিক সদ্দিচ্ছা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়’
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের বক্তারা
প্রতিবেদক।।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাজনৈতিক সদ্দিচ্ছা ব্যতীত দুর্নীতি দমন সম্ভব নয়। আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগকে পৃথিকীকরণ ও গণমাধ্যমের সকল প্রতিবন্ধকতা দূরীকরণ প্রয়োজন। প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্চতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুদ্ধাচার কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব সচেতনতা বাড়াতে হবে। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। গতকাল সদর দক্ষিণ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।
সদর দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন মজুমদার বকুলের সভাপতিত্বে ' দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আসামির শুদ্ধতা ' এ প্রতিপাদ্যকে ধারণ করে এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) রেফাদ আবিদ, টিআইকে মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু তৈয়ব,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোনায়েদ কবির খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, দক্ষিণ গলিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল প্রধান, লোলবাড়িয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মামুন আজাদ খন্দকার প্রমুখ। মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com