অফিস রিপোর্টার।।
দ্রব্যমূল্যের উর্র্ধ্বগতির কারণ হিসেবে স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বিশ্ব বাজারে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারি এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যার ফলশ্রুতি বাংলাদেশে কিছুটা মুল্য বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, জনগনের সুবিধার্থে পর্যাক্রমে তেল, ডাল ও চালসহ আমদানীকৃত নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের উপর অর্পিত কর প্রত্যাহার করা হবে।
বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পুর্তিতে শুক্রবার বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নের সাথে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে, তাই মূল্যের উপর প্রভাব পড়েছে। এটা নিরসনের সরকার কাজ করছে।
প্রস্তাবিত কুমিল্লা শেখ রাসেল ক্রীড়াপল্লীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
বিওয়াইসিএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ৪২ টি জেলা থেকে আগত ৪০০ জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com