রাসেল আমার ভাই—মাসুদা তোফা

কোথায় হারিয়ে গেলো রাসেল প্রিয় ছোট্ট রাসেল
সোনার টুকরো সে মায়াবী রাসেল কোথায়  গেল!
মৃত্যু ডাকাত ডাকলো এসে, চলো যাই মার কাছে
অবুঝ শিশু বুঝে না যে  মা বাবা তার নেই বেঁচে।

 

তুমি এলে বাড়ির সবার হলে খেলার পুতুল
ঘাতকের বুলেটে গড়িয়ে পড়ে আদর অতুল।
শিশু স্বর্গীয় শোণিতে বত্রিশ নম্বর ছেয়ে গেল
অন্তর কাঁদে কোন অপরাধে, রাসেল শাস্তি পেল ।

 

ছোট্ট রাসেলের ব্যক্তিত্ব প্রস্ফুটিত হতে দিল না
গুলিতে উড়ল জীবন বাবা মার দেখা পেল না ।
তুমি কি এখন দূর আকাশে মেঘের দেশে ভাই
বৃষ্টি হয়ে নেমে এসো বুবুর কাছে, ডাকি সবাই।
আমরা তোমার আপনজন ভয় পেয়ো না ভাই
ঘাতক দালাল নির্মুল করেছে তোমার বুবু তাই।
তোমার কথা ভুলেনি কেউ, ভুলবে না কোনো দিন
বত্রিশ নম্বরেই বাঙালির, চিরকালের ঋণ।