রেল জিএম’র পরামর্শ হতাশ স্কুল কর্তৃপক্ষ

অফিস রিপোর্ট
কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহতের ঘটনার ৪দিন পর শনিবার বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের পারাপারে ফুটওভার ব্রিজ এবং নিরাপত্তা বেষ্টুনির দাবি জানান ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, স্কুল কমিটি ও স্থানীয়রা । কিন্তু জিএম জাহাঙ্গীর হোসেন কোন আশ্বাস না দিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়ে চলে যান। এসময় উপস্থিত স্কুল কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকরা জিএম’র এমন বক্তব্যে হতাশ হন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ডিএন ওয়ান আবদুল হানিফ, রেলওয়ে কুমিল্লার উর্ধ্বতন উপ-সহকারী (পথ) লিয়াকত আলী মজুমদার।
উল্লেখ্য-গত বুধবার সাড়ে ১১টার সময় মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে নিহত হয় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী রীমা আক্তার, তাসপিয়া আক্তার ও মীম আক্তার । তারা সবাই সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।