আমোদ রিপোর্টার।।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার কুমিল্লায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বুধবার নগরীর কান্দিরপাড়ের টাউনহলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, বাংলাদেশ বেতার কুমিল্লা জেলা প্রতিনিধি আশোক বড়ুয়া,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খায়রুল আহসান মানিক, সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজিউল হক সোহাগ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, সাংবাদিক ওমর ফারুকী তাপস, সাইয়িদ মাহমুদ পারভেজ, মাহফুজ নান্টু,তৈয়বুর রহমান সোহেল,মাসুদ আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা আক্তারের সাথে যা হয়েছে, তা গণমাধ্যমের জন্য অশনি সংকেত। দুর্নীতিবাজরা নিজেদের লুটপাট চালিয়ে যেতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে। রোজিনার উপর নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
এ ছাড়াও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো সাংবাদিক ফোরাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মানববন্ধন করে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com