কুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপ কমিটির সভাপতি মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউটের ডিপার্টমেন্ট চিফ ইন্সট্রাক্টর আবদুল ওয়াদুদ, মো. মাহাবুব আলম, বরকত উল্লাহ।
কুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউটের রোভার স্কাউট লিডার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে রোভার রিপা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউটের গার্ল ইন রোভার স্কাউট লিডার প্রীতি সাহা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টি হয় শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ বিকাশের পরিবেশ। তাই জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে শান্তি, সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া।
বিশেষ অতিথি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবামূলক আন্দোলন। এই আন্দোলন শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দেয়। রোভার স্কাউটদের চরিত্রবান, আত্নপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলন ভূমিকা রাখছে। তোমাদের হৃদয়ে যদি শান্তির বীজ বপন হয়, তবে আগামী পৃথিবী হবে আরো সুন্দর, নিরাপদ এবং সমৃদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার মো. বোরহান উদ্দিন, ইয়া আলিফ, সাব্বির খান, মো. ইমন, সোহান আহাম্মদ জিসান, উৎস, হারুন ত্রিপুরা, ইসমাইল খান, দেওয়ান ব্যাপক, মুক্তাসিন হোসেন খান, গার্ল ইন রোভার রোকসানা কবির স্বর্ণা, তানিমে বুসরা, সাদিয়া আফরিন নিহা, নূরে তাইয়্যেবা, সাদিয়া ইসলাম, তাহসিনা তাবাসুম মালিহা, খাদিজা আক্তার, স্মৃতি সানজু। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com