লাকসামের শ্রেষ্ঠ শিক্ষার্থী অধরা দাশ পূর্ণা

 

অধরা দাশ পূর্ণা। ২০২২ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনের
কারণে তাকে অনেকেই আশির্বাদ ও দোয়া করেছেন। মাতা বিউটি মজুমদার লাকসাম দৌলতগঞ্জ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিতা লাকসাম উপজেলার গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের
অধ্যক্ষ এবং ২০২২ সালের শ্রেষ্ঠ কলেজের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত রণজিৎ চন্দ্র দাশ। দুই মেয়ে সন্তানের মধ্যে অধরা দাশ পূর্ণা প্রথম সন্তান।

পূর্ণা ৮ম শ্রেণিতে অধ্যয়নরত। তার ক্লাশ রোল-০১। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ সহ সর্বোচ্চ নম্বর পেয়েছে।
চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত, রচনা বিতর্ক, কুইজ ও বিজ্ঞান প্রজেক্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিষ্ঠান, উপজেলা, জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এছাড়াও সহপাঠী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ভ্যাকসিনেশন কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতা ও বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করাটা তার নেশা।

 

-প্রেস বিজ্ঞপ্তি।