লাকসামে ‘মা টেলিকম’ এর ২য় শাখা উদ্বোধন

দেশের বাজারে একের পর এক মডেল নিয়ে হাজির হচ্ছে মোবাইল কোম্পানিগুলো। তারই অংশ হিসেবে সম্পূর্ণ নতুন আঙিকে কুমিল্লার লাকসাম পৌর শহরের মোবাইল বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘মা টেলিকম’ এর ২য় শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা মোড় সংলগ্নে আনুষ্ঠানিক ভাবে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে ‘মা টেলিকম’ এর ২য় শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মৌকারা দরবার শরীফের পীর মাওলানা নেছার উদ্দিন ওয়ালি উল্লাহ। ‘মা টেলিকম’ এর স্বত্বাধিকারী মোঃ কফিল উদ্দিনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালপুর দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা সাদিক উল্লাহ, দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন সিদ্দিকি, পূর্ব লাকসাম হাজী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মনির, লাকসাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবু এহসানুল কবির শামীম, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, মোবাইল ব্যবসায়ী শরীফ উদ্দিন জুয়েল, জালাল আহমেদ, ফয়সাল আহমেদ প্রমুখ।
‘মা টেলিকম’ এর স্বত্বাধিকারী মোঃ কফিল উদ্দিন বলেন, ‘লাকসাম পৌর শহরে নতুন রূপে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল নিয়ে ‘মা টেলিকম’ এর ২য় শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর লাকসামের ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এই প্রতিষ্ঠানটিকে মোবাইল বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের একমাত্র লক্ষ। এখানে আইফোন, স্যামসাং, ভিভো, অপ্পো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নোকিয়া, সিম্ফনি, আইটেল, ইনফিনিক্স মোবাইল সহ বিভিন্ন কোম্পানীর মোবাইল পাওয়া যাবে।’ -(বিজ্ঞপ্তি)