আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে কেক কাটা, স্মৃতিচারণ, আতশবাজি ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি লালমাই উপজেলার বাগমারা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর এপিএস কে এম সিংহ রতন, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (কলেজ) হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিদ্যালয়) মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসবি) হায়াতুন্নবী, আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ বিশিষ্টজনেরা স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ১৯২১ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুক্রবার বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করেছে। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে জড়িত থেকে দেশ ও সমাজে গৌরবোজ্জ্বল অবদান রাখছেন। এ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com