লালমাই; ভোটের শুরুতেই কেন্দ্র ফাঁকা!

 

 

inside post

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটাদের তেমন উপস্থিতি নেই । এদিকে বাইরে মানুষের বড় জটলা দেখা গেছে। লালমাইয়ের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।

ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রচুর মানুষ জটলা বেঁধে আছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯টি বুথে মোট চারটি ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৫৯৬ জন। চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট নয় প্রার্থীর মধ্যে নৌকাসহ তিনজন প্রার্থীর এজেন্ট রয়েছে।
কেন্দ্রে আসা তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, আমাদের এজেন্টকে প্রতিপক্ষের লোকজন কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।

 

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মোহন মিয়া বলেন, কেন্দ্রে আসা কাউকে বের করে দেবার ঘটনা ঘটেনি। কেন্দ্রে কেউ না আসলে আমাদের কিছুই করার থাকে না।

এদিকে কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অনেকটাই ফাঁকা দেখা গেছে। কেন্দ্রে মোট চার-পাঁচজন ভোটারের উপস্থিতি দেখা গেছে।

প্রিজাইডিং কর্মকর্তা কামাল হোসেন বলেন, এখানে ভোটার তিন হাজার ৬৫৪জন। আমরা তেমন কোনো ভোটার দেখছি না। আশা করি, বেলা বাড়ার সাথে ভোটার বাড়বে।

ওই কেন্দ্রের আশপাশে সুনসান নীরবতা দেখা গেছে।

প্রসঙ্গত, আজ কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

 

 

আরো পড়ুন