হাসিবুল ইসলাম সজিব।।
লোডশেডিংয়ের চরম ভোগান্তিতে পড়ছেন কুমিল্লা বরুড়া উপজেলার পয়ত্রিশ হাজার গ্রাহক।
জানা যায়, বরুড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর পয়ালগাছা সাব জোনালের আওতায় একবাড়িয়া উপকেন্দ্রের প্রায় পয়ত্রিশ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে। দীর্ঘদিন ধরে এ উপকেন্দ্রের গ্রাহকেরা লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়ছেন। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। এক-দেড় ঘণ্টা পর এলেও কিছু সময় পর আবার চলে যায়। এতে অতিষ্ঠ জনজীবন।
স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের এখানে বিদ্যুৎ সমস্যা অনেক ধরে। এখন ছেলেমেয়েদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, বিদ্যুৎ থাকে না দীর্ঘ সময় ধরে। এতে তাদের লেখা পড়ার অনেক সমস্যা হচ্ছে। রাতের বেলায় বিদ্যুৎ এক-দেড় ঘণ্টা পর এলেও কিছু সময় পর আবার চলে যায়। আগে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যেতো আর এখন মাঝে মাঝে আসে।
বরুড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর পয়ালগাছা সাব জোনালের আওতায় একবাড়িয়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র এজিএম জাহিদ হোসেন লোডশেডিংয়ের বিষয় জানতে চাইলে বলেন, এখন ঝড় বৃষ্টির দিন, ঝড় বৃষ্টির সময়ে এগুলা হবেই। লাইন বন্ধ হবে আবার চালু হবে। বিভিন্ন উৎপাদন কেন্দ্রে বিভিন্ন ইউনিট বন্ধ হয়ে আছে। এখানে আমরা লোডশেডিং করা লাগে একটু। তারপরও আমরা যখন বরাদ্দ পাই ফুল লোড তখন আমরা ফুল লোডেই চালাই। যখন লোডশেডিং করা লাগে লোড কমাইয়া দেয়। লোড কমিয়ে দিলে আমরা লোডশেডিং করা লাগে। পল্লী বিদ্যুৎ, বিদ্যুৎ উৎপাদন করে না। শুধু বিতরণ করে। এখানে আমাদের কোন হাতে নেই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com