অফিস রিপোর্টার।।
লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক ১৯সদস্যের কমিটি গঠন করেন। এক বছরের জন্য গঠিত কমিটির সভাপতি করা হয় মোঃ আরিফুল ইসলামকে। সাধারণ সম্পাদক করা হয় আবুল কালাম রাসেলকে। কমিটির সহ-সভাপতি কাজী মোঃ নরুল ইসলাম ও মোঃ শওকত আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মোসাঃ তাহমিনা, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা লাভলী আক্তার, সিনিয়র অফিসার অপারেশন মোঃ জিল্লুর রহমান, অফিসার অপারেশন মোঃ সোহেল হোসেন,সিনিয়র অফিসার ইনভেস্টিগেশন মোঃ রিজুয়ান মীর, অফিসার ইনভেস্টিগেশন মোঃ ওয়ালি উল্লাহ, অফিসার (সমাজ সেবা) দিদারুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ কামরুল হাসান নান্নু ও আবুল কাশেম, সদস্য আব্দুল হক সিদ্দিকী,কাজী মোঃ মোজ্জাম্মেল হক সিদ্দিকী ও মাহাবুব মিঞা।
সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন,ল্যাব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেবামূলক, স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা নিম্নবিত্ত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অধিকার আদায়ের চেষ্টা করছি। এছাড়াও বাল্য বিবাহ, বহু বিবাহ, এইডস, আর্সেনিক, খাদ্যে ভেজাল, ফরমালিনের কুফল ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছি। শিশু শিক্ষালয় নামে স্কুল পরিচালনার মাধ্যমে ছিন্নমূল পড়ালেখার সুযোগ করে দিচ্ছি। মামলা জট কমানোর জন্য আবেদন প্রাপ্তি সাপেক্ষে উভয় পক্ষের সম্মতিক্রমে শালিস মিমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com