ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি-২০২৫ শিরোনামের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিগত ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়াও শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. কামরুর রশীদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. কিবরিয়া হাসিব ও মো. ইনজামাম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ।
বক্তারা বলেন- জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ত্যাগের কথা জাতি কখনও ভুলবে না। কারণ তারা নিজেদের কোনো চাওয়া-পাওয়া থেকে এ আন্দোলন করেননি। জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতেই তারা জীবনবাজি রেখে রাজপথে নেমেছিলেন। তাই তাদের স্বপ্ন বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভাজন হলে আবারও অশনিসংকেত নেমে আসতে পারে।
শহীদদের স্মরণ করে আগামীতে বৈষম্যমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদদের নিয়ে রচনা প্রতিযোগিতা, গ্রাফিতি চিত্রাংকন প্রতিযোগিতা, ফুটবল খেলার প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপনা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com