‘শহীদ মাছুম আমাদের কুমিল্লার গর্ব’

শহীদের কবর জিয়ারত অজিত গুহ মহাবিদ্যালয় শিক্ষকদের

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত করেছেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় তার নিজ গ্রামে অবস্থিত কবর প্রাঙ্গণে যান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল। এ সময় শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত করে মোনাজাত করেন তারা। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনে দেশে অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছেন। শহীদ মাছুম মিয়া তাদের একজন। সে আমাদের কুমিল্লার গর্ব। তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি মাছুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, শিক্ষক পরিষদ সম্পাদ সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাহাবুবুল আলম, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ, প্রভাষক ছালেহা বেগম, অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান ও প্রভাষক কাজী আবু সাঈদ। পরবর্তীতে অধ্যক্ষ মহোদয় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিতে অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি।