প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া ।।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার বৃত্তি প্রাপ্ত ১২৮ শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মুহাম্মদ ইকবাল হোসাইন শাহ বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মোল্লা।
বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক সৈয়দ মুহাম্মদ খোবাইব। বিশেষ অতিথি ছিলেন অ্যাভোকেট সৈয়দ মুহাম্মদ সায়েদুর রহমান আওলাদ, আড়াইসিধা কামিল মাদ্রসার উপাধ্যক্ষ নুরুল ইসলাম, আশুগঞ্জ চরচারতলা আলীম মাদ্রাসার এবতেদায়ী প্রধান মিজানুর রহমান, বাড়িয়া দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ নুরে আজম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। মাজহারুল ইসলাম রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান মোল্লা, উজ্জল হোসেন, গুলজার হোসেন, রাসেল প্রমুখ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com