বিদ্যুত বিল পরিশোধে জটিলতা, টাকা আত্মসাত
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর মোগলটুলীতে অবস্থিত ঐতিহ্যবাহী শাহ্ সুজা বাদশাহ মসজিদ। মসজিদের সম্পত্তি নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠেছে। মসজিদের সম্পত্তিতে বসবাস করছেন বিদ্যুত বিল পরিশোধ করবেন সেই শর্তে। ১২হাজার টাকার বেশি বিদ্যুত বিল এলেও দেয়া হচ্ছে নামমাত্র ৫০০টাকা। এছাড়া আরেকজন মসজিদের ৪র্থ তলা একটি বাণিজ্যিক ভবন নামমাত্র মূল্যে মসজিদের সম্পত্তিতে বসবাস করছেন। আরেকজন দোকান থেকে দীর্ঘদিন ধরে ১০হাজার টাকা করে ভাড়া তুললেও মসজিদে দিচ্ছেন ১হাজার টাকা। কুমিল্লা ওয়াক্ফ এসেস্টে খন্দকার মোখলেছুর রহমানের করা আবেদনে এইসব তথ্য উঠে আসে। তিনি সাবেক কমিটির দুর্নীতির তদন্ত ও ১৮ সদস্যের নতুন পরিচালনা কমিটি অনুমোদনের আবেদনে এই তথ্য তুলে ধরেন।
আবেদনে উল্লেখ করা হয়, মোঘল সম্রাজ্যের স্থাপত্য ও প্রতœতত্ত্ব নিদর্শন হিসেবে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে শাহ্ সুজা বাদশাহী মসজিদ। উক্ত স্থাপত্যের সঠিক পরিচালনা ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উক্ত স্থাপত্যের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কিন্তু বিগত ১৬ বছর ধরে উক্ত মসজিদকে কিছু লোকজন ব্যক্তিগত সম্পদ মনে করতো। কোন হিসাব মুসল্লি কিংবা এলাকাবাসীকে অবগত করতেন না। এতে মসজিদের প্রচুর টাকা আত্মসাৎ হয়েছে মর্মে আমরা মনে করি। মসজিদের সম্পত্তি কমিটির কিছু সংখ্যক সদস্যসহ বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করান, যা উদ্ধারের জন্যও আমরা চেষ্টা করছি। মসজিদের স্বার্থ রক্ষার্থে আমরা নতুন করে ১৮ সদস্যের একটি কমিটি গঠন করেছি।
ওয়াক্ফ এস্টেট কুমিল্লার সহকারী প্রশাসক সারোয়ার হোসাইন বলেন,আমরা শাহসুজা মসজিদের অনিয়মের তদন্ত ও কমিটি নিয়ে একটি আবেদন পেয়েছি। নতুন প্রশাসক স্যার আসলে এনিয়ে কাজ করবেন বলে আশা করছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com