অফিস রিপোর্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর.এন.টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন খানকে মারধরের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। বৃহস্পতিবার নবীনগরের সীমান্তবর্তী কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সেতুর উপর এই মানববন্ধনের আয়োজন করা হয়। শেষের দিকে অভিযুক্ত ভাইস চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আল আমিন মুরাদনগর উপজেলার জারেরা গ্রামের বাসিন্দা। তিনি স্কুলের পাশাপাশি নিজ গ্রামে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকার সকল শ্রেণি পেশার মানুষ মর্মাহত। বক্তারা অভিযুক্ত ভাইস চেয়ারম্যানকে আইনের আওতায় এনে তাকে পদ থেকে অপসারণের দাবি জানান।
বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ঢাকাস্থ বাঙ্গরা বাজার থানা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল সরকার, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও আরিফ খান।
মানববন্ধনের শেষের দিকে ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সমর্থিত নবীনগর উপজেলার উত্তর বাঙ্গরা বাজার কমিটির সভাপতি রবিউল আউয়ালের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। হামলাকারীরা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে বক্তব্য রাখা লোকজনের উপর কিল-ঘুষি মারে। এছাড়া সাংবাদিকদের ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নবীনগর উপজেলা পরিষদ চত্ব¡রে লাউর ফতেহপুর আর.এন.টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন খানের উপর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। আক্রমণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছাত্র-ছাত্রীসহ সকলে নিন্দা জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com