‘শিক্ষকতা শুধু চাকরি নয় এটি একটি মহৎ পেশা’
আমোদ প্রতিনিধি।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম বলেছেন, শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষকতা শুধু চাকরি নয় এটি একটি মহৎ পেশা। জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বৃহস্পতিবার তিনি কুমিল্লায় উচ্চমাধ্যমিক স্তরের অধ্যক্ষদের ২৭তম ‘ শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোটবাড়ি কুমিল্লার পরিচালক প্রফেসর রেহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভা উপস্থাপনা করেন পরিচালক বদরুন নাহার। বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মেহেদী হাসান, উপ পরিচালক মো.কামরুজ্জামান। প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যক্ষ জামাল উদ্দিন, উপাধ্যক্ষ শাহিন আল রাজী, নার্গিস সুলতানা লতা। অতিথিরা ‘ ফিরে দেখা ‘ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ১৪ মে থেকে ২ জুন ২০দিনের প্রশিক্ষণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৩০ জন অধ্যক্ষ অংশ নেন।