প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
‘শিক্ষকদের প্রস্তুতি নিয়ে এসে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে’
কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজে মতবিনিময় সভা
প্রতিনিধি।।
কুমিল্লার নগরীর বঙ্গবন্ধু ল' কলেজে গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সাথে শিক্ষক শিক্ষার্থীদের মতবিনিময় সভা কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান এবং পরিচালনা করেন বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ ইলিয়াস মিন্টু।
ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান বলেন, কয়েক বছর ধরে বঙ্গবন্ধু ল’ কলেজের ফলাফল বিগত সময়ের চেয়ে সন্তোষজনক হয়েছে। আরও ভালো ফলাফল করতে হলে শিক্ষকদের বাড়ি থেকে নিদিষ্ট বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। মান সম্মত শিক্ষক দিয়ে মান সম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব। কলেজের মান আরও উন্নত করতে হলে আমাদের শিক্ষার দিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন, কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের কারণে আমরা ৮ তলা নতুন ভবন পেয়েছি। তার জন্য আজ আমাদের কলেজের ব্যাপক উন্নয়ন হচ্ছে।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অ্যাডভোকেট গোলাম সারওয়ার খান, সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মোঃ আব্দুর রউফ, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মোঃ সফিকুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মোঃ শাহজাহান সিরাজ, সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অ্যাডভোকেট গাজী মোঃ ইকবাল ও সহকারী অধ্যাপক অ্যাডভোকেট আব্দুর রহিম প্রমুখ।
(ছবি:ইলিয়াছ হোসাইন)
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com