শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ফুটবল

প্রতিনিধি।।
পুলিশ লাইন মাঠে কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার অংশ হিসেবে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে বৃহস্পতিবার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজ সভাপতি শাহ্ মো. আলমগীর খান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন তফাজ্জল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক, ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক দুলাল হোসেন। প্রধান অতিথি বলেন, সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন এমন এক জিনিস যা মানুষের জীবনকে গতিশীল করে। লক্ষ্য ও স্বপ্ন ঠিক করে পড়ালেখা করতে হবে। সুস্থ থাকার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের সদস্য সচিব ও ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার।