শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে রংধনু-দিশাবন্দ

 

inside post

আবু সুফিয়ান রাসেল।।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে সামাজিক সাংস্কৃতিক সংস্থা রংধনু-দিশাবন্দ। গত সোমবার (২৭জুন) শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলেদেন নব নির্বাচিত তিন কাউন্সিলর। নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবুজ আঙিনা-২০২২ আয়োজন করে রংধনু। গাছের চারা বিতরণ কর্মসূচিতে অতিথি ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিম, ২০নং কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ১৯, ২০, ২১ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা। আবুল খায়ের টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু সভাপতি এরশাদুল হক। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছ লাগানো সাদকা বলা হয়। এখন বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। দ্রুত জলবায়ু পরিবর্তনে আমাদের মতো উন্নয়নশীল দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। তাই ব্যক্তি পর্যায়েও গাছ লাগাতে এগিয়ে আসতে হবে। তোমরা আজকের শিশু। আগামীর বিশ্ব নির্মাণে গাছ লাগাতে হবে। আমরা জানি, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাই পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগাতে হবে।

প্রসঙ্গত, রংধনু-দিশাবন্দ একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা। সংস্কৃতি সংস্কার দূর করিবে অন্ধকার এ বিশ্বাসে ২০১৩ সালের পহেলা বৈশাখ যাত্রা শুরু করে। নগরীর ২০নং ওয়ার্ডের একদল স্বাপ্নিক তরুণ গত একদশক কাজ করেছেন।

 

 

 

আরো পড়ুন