‘শিক্ষার্থীরা যেন ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হয়’
এম এ জাহের ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
এম এ জাহের ফাইন্ডেশনের সহযোগিতায় শশীদল আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের কলেজের সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা—৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য ও এম এ জাহের ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব এম এ জাহের। শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, এম এ জাহের ফাউন্ডেশনের সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— শিক্ষা প্রতিষ্ঠান থাকবে রাজনৈতিক ও মাদক মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক গঠনে শিক্ষিত সমাজ অগ্রণী ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যেন ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে পারে সেভাবে পাঠদান করাতে হবে। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহম্মদ, যুবলীগ নেতা আলী আহম্মদ, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক ও সকল শিক্ষার্থীরা। -প্রেস বিজ্ঞপ্তি।