শিক্ষা সেবা ফাউন্ডেশন চান্দিনা উপজেলা কমিটির বৃক্ষ রোপন

 

inside post

অফিস রিপোর্টার।।
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন চান্দিনা উপজেলা কমিটির আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, বৃক্ষরোপন ও বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর উপদেষ্টা ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ।
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান। চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য শিক্ষানুরাগী মনির খন্দকার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক। বৃক্ষরোপনের পূর্বে মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যাপ্টিন জিয়াউল হাসান মাহমুদ বলেন, বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত, বৃক্ষ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, জলবায়ু পরিবর্তন বিরোপপ্রভাব রোধ,প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখে।

এখই উপযুক্ত সময় বৃক্ষ রোপন করার,আমরা নিজেরা বৃক্ষরোপন করবো ওঅন্য সবাইকে বৃক্ষরোপনের জন্য উৎসাহিত করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
সিনিয়র সহকারী শিক্ষক আবু নোমান, মো. মহসিন সরকার, মো. শাহ জাহান,বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটি সভাপতি সৈয়দ সাইদুল হক, সহ-সভাপতি রাসেল সরকার, কুমিল্লা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রাসেল। চান্দিনা উপজেলা কমিটির সভাপতি হানিফ মোছাব্বীর, সাধারণ সম্পাদক ইমদাদুল হক হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, শিক্ষা পাঠাগার সম্পাদক সুশান্ত সাহা, ক্রিড়াও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন,সমাজ কল্যান সম্পাদক হাফিজির রহমান, কার্যকারী সদস্য মেহেদী হাসান, জাহিদ হাসান শুভ,আব্দুল কাইয়ুম, ইব্রাহিম খলিল,মো.আশিক,সজিবুর রহমান,মো.জোবায়ের।

আরো পড়ুন