‘বেগুন গাছের যত্ন নিলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী খেতে হবে না!’
আবু সুফিয়ান রাসেল।।
দুই শতাধিক শিশুকে সঞ্চয়ী ব্যাংক প্রদান করেছে অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন। এ সময় মায়েদের মাঝে সবজির চারা বিতরণ করে সাপ্তাহিক গোমেতি সংবাদ। বুধবার (১৮ ডিসেম্বর) বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়। গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কর্ণধার ড. নাজমুল হাসান শাহীন, কুমিল্লা আইডিয়াল কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান, মাইটিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. কাউছার আলম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের সঞ্চয় আগামী দিনের পাথেয়। আমরা বন্যা থেকে এ শিক্ষা পেয়েছি।
শিশুরা সঞ্চয়ী হলে, নতুন বাংলাদেশ নির্মাণ সহজ হবে। মায়েদের উদ্দেশ্যে সভাপতি বলেন, রমজানের আর তিনমাস আছে। এ সময় থেকে যদি বেগুন গাছের যতœ নেন, তাহলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী খেতে হবে না। নিজে বেগুন গাছ লাগান, বেগুন দিয়ে বেগুনী খেতে পারবেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com