প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
শীতকালে প্রকৃতিগত কারণেই অপরাধ প্রবণতা বেড়ে যায়:পুলিশ সুপার
প্রতিনিধি।।
জেলা আইন শৃংখলা কমিটির সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা শূন্যের কোটায় নেমে আসবে। সে অনুযায়ী জেলা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে জেলা পুলিশ কি ভূমিকা রাখছে? সাংবাদিক মোতাহার হোসেন মাহবুবের এমন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, পত্র -পত্রিকা কুমিল্লার কিশোর গ্যাংয়ের অপতৎপরতার সংবাদ দেখার পরপরই এ ব্যাপারে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আসলে শীতকালে প্রকৃতিগত কারণেই আমাদের দেশে অপরাধ প্রবণতা বেড়ে যায়। জমির পানি শুকিয়ে যায়। এতে এ-বাড়ি থেকে ও-বাড়ি যাতায়াতে সুবিধা হয়। চুরি কিংবা ডাকাতি করে পালিয়ে যেতেও সুবিধা হয়। শীতের রাত সাধারণত বড় হয়।মানুষ আরাম করে ঘুমাতে চায়। এছাড়াও জেলা পুলিশেরও কিছু সীমাবদ্ধতা আছে। জুলাই-আগস্টের বিপ্লবে পুলিশ লাইনে রক্ষিত ২০ টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। রয়েছে লোকবলের অভাব।
এরপরও পুলিশ গত ৩ দিনে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ১৫জনকে আটক করেছে। তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com