অনলাইন ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশব্যাপী ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১’ আয়োজন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে ‘মুজিববর্ষ আন্তঃকলেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অধিভুক্ত কলেজসমূহকে বিভাগীয় ভেন্যু কলেজের প্রিন্সিপালের নিকট ছক অনুযায়ী ইভেন্টওয়ারি নামের তালিকা, কলেজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বরের মধ্যে। ঢাকার সরকারি সংগীত কলেজে আগামী ১১ ডিসেম্বর চূড়ান্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও একই দিন চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd )
[caption id="attachment_5628" align="aligncenter" width="2560"] ভিক্টোরিয়া কলেজে[/caption]
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com