প্রতিনিধি।।
কুমিল্লার নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন আইনজীবী কাইমুল হক রিংকু। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) নিয়োগের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ছবি ভাইরাল হয়েছে।
শেখ হাসিনার সাথে ছবি ভাইরাল হওয়া কাইমুল হক রিংকু কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ভাই ও কুমিল্লার আদালতের সিনিয়র আইনজীবী।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, বাম পাশে প্রথমে সাক্কু পতœী আফরোজা জেসমিন টিকলি। তার পাশেই দাঁড়ানো আইনজীবী কাইমুল হক রিংকু। সবার গলায় এসএসএফের কার্ড ঝোলানো।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সহসভাপতি মো. ফারুক আহমেদ বলেন, কাইমুল হক রিংকু সাহেব গত ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে ওনার ভাই ও দল থেকে আজীবন বহিস্কৃত মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রধান এজেন্ট ছিলেন। ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিলেন তিনি আর তার ভাই। উনার ভাই মেয়র থাকাকলেও স্থানীয় আওয়ামী এমপি বাহারের সাথে ৬০/৪০ ভাগাভাগির হিসেব রাখতেন উনি। এমন আওয়ামী ফ্যাসিস্টদের জেলা পিপি হিসেবে নিয়োগ করলে কে মেনে নেবে বলেন?
কুমিল্লার আদালতের সিনিয়র আইনজীবী ও সাবেক জেলা পিপি এএইচএম তাইফুর আলম বলেন, ‘তারা হলেন ‘পলিটিক্যাল বেনিফিসিয়ারিজ অব কুমিল্লা।’ তাদের ভাগ্য কত ভালো চিন্তা করতে পারেন? আওয়ামী লীগ সরকারের সময় তার ভাই স্থানীয় এমপির সাথে মেয়র হয়েছেন। তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কথা কুমিল্লার সবাই জানে? কিন্তু দেখেন তারাই আবার ঘুরে ফিরে সুবিধা নিচ্ছে। তবে আমার মনেহয় মন্ত্রণালয় ছবির বিষয়টি জানেন না। জানলে নিশ্চয়ই এটা কোনভাবেই হতো না।
এবিষয়ে জানতে কাইমুল হক রিংকুর মুঠোফোনে একাধিক একাধিকবার কল ও পরে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি । তাই ভাইরাল হওয়া ছবির বিষয়ে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com