প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের একটি গ্রাম শৈলখালী। শান্তিপ্রিয় গ্রামে সম্প্রতি দেখা দিয়েছে জহির মেম্বার আতঙ্ক। স্থানীয়দের মনে সবসময়ই জহির মেম্বার আতঙ্ক বিরাজ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৭ আগস্ট কুমিল্লার বরুড়া উপজেলায় চোর সন্দেহে আবদুল হান্নান (৩২) নামের এক যুবককে উল্টো করে গাছের সঙ্গে ঝুলিয়ে পেটান স্থানীয় ইউপি মেম্বার জহিরুল ইসলাম। ওই ঘটনার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে গ্রেফতার করে। বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জহিরুল ইসলামকে (৩৫)।মধ্যযুগীয় কায়দা যুবককে নির্যাতনের পরে ৩১ দিন জেল খাটেন ইউপি সদস্য। এরপরেও তার দৌরাত্ম্য কমেনি। একের পর এক ঘটনা ঘটিয়ে স্থানীয়দের মধ্যে নিজের নামেই আতঙ্ক তৈরি করেছেন এই ইউপি সদস্য।
যে জনতা মার্কেটে ওই যুবককে ঝুলিয়ে পিটিয়েছেন ঠিক একই বাজারে ৫ জানুয়ারি আরেক প্রবাসী যুবককে পেটানোর অভিযোগ উঠেছে জহির মেম্বারের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী যুবক অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।
ওই প্রবাসী যুবক মো. শাহপরান শৈলখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি শনিবার কুমিল্লায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গত ৫ জানুয়ারি আমার প্রবাসে গমন উপলক্ষে এলাকার লোকদের এক বেলা খাবারের ব্যবস্থা করি। সেখানে যোগ দেয় আমাদের গ্রামের বড় ভাই নোমান মৌলভী। ভাই যখন আমাদের বাজারে আসেন জহির মেম্বার তাকে দেখেই বলেন, তিনি নাকি নির্বাচন বানচাল করতে মিটিং করতে এসেছেন। এসময় গাড়ি থেকে টেনে নিয়ে যায় চেয়ারম্যানের সামনে। চেয়ারম্যানকে অভিযোগ দিলেও পরে তা প্রমাণিত হয় সেখানো কোন মিটিং ছিল না। অথচ মেম্বার শুধু শুধু নোমান ভাইকে অপমান করেছে। পরে আমরা সবাই যার যার মত করে বাসায় ফিরে যাই। কিন্তু পরদিন সকালে আমাকে পেয়ে জনতা মার্কেটের সামনে বেদম মারধর করতে থাকে জহির মেম্বার ও তার সাথে থাকা ভাউকসারের আহসান, হাসান, রাহি, চোত্তাপুকুরিয়ার মহিন, তাজুল ইসলাম, নুরুল ইসলাম ও ইব্রাহিমসহ কয়েকজন। আমি দিশেহারা হয়ে রাস্তায় পড়ে থাকলে কয়েকজন আমাকে উদ্ধার করে। আমাকে বাঁচাতে এসে হামলার শিকার হন জহির মেম্বারের সাথে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোহাম্মদ শাজাহান মোল্লা ও আমাদের আয়োজন এর বাবুর্চি মিজানুর রহমান। তাদেরও বেদম মারধর করেন তিনি। কিভাবে জহির মেম্বার বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।
এসব অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য জহিরুল ইসলামকে কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com