প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুমিল্লা দঃ জেলা আহ্বায়ক হাজী তাজুল ইসলাম বলেন, দেশের সকল মানুষ শ্রমিক। শ্রমিকরা দেশের প্রাণ। আমার স্ত্রী বাসায় কাজ করেন, তিনি শ্রমিক। আমার মেয়ে স্বামীর বাড়িতে কাজ করে, তিনি শ্রমিক। যিনি শিক্ষকতা করেন তিনি শ্রমিক। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে শ্রমিক।
জিয়াউর রহমান (বীর উত্তম) হল-এ শনিবার(১১ জানুয়ারি)বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদল সাবেক সভাপতি গাজী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং মাহবুবুল হক মজুমদার ও রফিকুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, পৌর বিএনপি আহ্বায়ক হারুন-অর-রশিদ মজুমদার, কুমিল্লা দঃ জেলা শ্রমিকদল সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন, উপজেলা বিএনপি সিঃ সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুঃ, কুমিল্লা মহানগর শ্রমিকদল সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজি, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপি সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, কুমিল্লা দঃ জেলা তাঁতিদল আহ্বায়ক জিএস কামাল হোসেন, দঃ জেলা শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা কৃষকদল সভাপতি শাহ আলম, পৌর যুবদল আহ্বায়ক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক খোরশেদ আলম, বাখারাবাদ গ্যাস সিবিএ কার্যকরী সংসদ সভাপতি কাজী জসিম উদ্দিন মান্না, উপজেলা তাঁতীদল সভাপতি আলহাজ্ব ইব্রাহিম খলিল, উপজেলা মৎসজীবি দল সভাপতি আবদুর রাজ্জাক রাজু, পৌর ছাত্রদল আহ্বায়ক ইব্রাহিক খলিল অনিক।
সম্মেলনে গাজী আবু বক্কর সিদ্দিককে সভাপতি,সাধারণ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com