‘সংখ্যানুপাতিক ভোট পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে’

 

inside post

সাইফুল ইসলাম সুমন।।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ এবং জনগণের সমঅধিকার নিশ্চিত করতে সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে সংসদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৪ জানুয়ারি) গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি তোলা হয়।

কুমিল্লার পদুয়ার বাজারের একটি হোটেলের সেমিনার হলে শনিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন। সভায় অতিথি ছিলেন দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক এম. ফিরোজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর উপদেষ্টা এম এম বিল্লাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর সভাপতি রবিউল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতারা।

গোমতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে কাজ করতে হবে। খাদ্য উৎপাদন ও বৃক্ষরোপণের মাধ্যমে দেশের স্বনির্ভরতা অর্জন জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা চাই একটি সোনার বাংলা, যেখানে সবাই নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করবে। দেশের স্বনির্ভরতা নিশ্চিত করতে আমাদের খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর উপদেষ্টা এম এম বিল্লাল হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ বাস্তবায়ন করা। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শান্তি, স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি। এজন্য সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা চালু করা প্রয়োজন, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলন আমাদের একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, যেখানে বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।”

ইসলামী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সভাপতি রবিউল ইসলাম মিয়াজী বলেন, “১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম এবং আদর্শিক নেতৃত্বের মাধ্যমে সমাজে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের অস্ত্রের পরিবর্তে বইখাতা তুলে দিয়ে তাদের নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যেমন ভালো ছাত্র হবে, তেমনি তার আচার-আচরণ, নৈতিক মূল্যবোধ ও চরিত্র এমন হবে, যা মানুষের হৃদয় জয় করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”

সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ বলেন, “সাংবাদিকতা হলো সমাজের আয়না। বিগত ১৬ বছর ধরে সাংবাদিকদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। সাংবাদিক সাগর-রুনির হত্যার বিচার এখনো হয়নি। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।”

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি সফলভাবে কার্যকর। বাংলাদেশেও এটি চালু করা হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং সুষ্ঠু গণতন্ত্রের পথ সুগম হবে। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো এই দাবিতে একমত হবে।”

সভা শেষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম মিয়াজীকে একটি বৃক্ষের চারা উপহার দেয়া হয়।

 

আরো পড়ুন