প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ
সংগ্রামী মানুষদের বিনামূল্যে খাবার দিচ্ছে মাসাস
আবু সুফিয়ান রাসেল।।
অল্প আয়ের মানুষ, ভবঘুরে, ভিক্ষুক, রিকসা চালক ও সুবিধাবঞ্চিত সংগ্রামী মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করছে মানবাধিকার সাহায্য সংস্থা (মাসাস)। গতবছরের মার্চের শেষ সপ্তাহে চালু হওয়া এ কার্যক্রম অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবীরা। মাসাস ডাল, ভাত প্রতিদিন শিরোনামে প্রতিদিন দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশন ও সুবিধাবঞ্চিত এলাকায় এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
শনিবার (১৩মার্চ) মাসাস ডাল, ভাত প্রতিদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসাইন মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সভাপতি এড. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মোছলেম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ আব্দুল মজিদ, সহ-সভাপতি জহিরুল ইসলাম, এড. আব্দুল কাদের তাহের, কাজী রিকন, সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাসুদ খান, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।
মানবাধিকার সাহায্য সংস্থা (মাসাস) সাধারণ সম্পাদক মো. মোছলেম উদ্দিন বলেন, করোনাকালে লকডাউনের সময় যখন মানুষ কর্মহীন। দোকান বন্ধ। সে সময়ে বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচী শুরু করি। প্রতিদিন দুপুরে অর্ধশত সংগ্রামী মানুষের মাঝে এ খাবার বিতরণ হয়ে থাকে।
সংগঠনের সদস্য ও বিশিষ্ট নাগরিকদের সহযোগীতায় এ কর্মসূচী অব্যাহত আছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com