সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।
'দেশকে নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।' কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. তাহের এ কথা বলেন। সাবেক এমপি আরো বলেন, '৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতন নয়; আধিপত্যবাদী, ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয়। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশে আর চলতে দিবে না জনগণ। বাংলাদেশে গণতন্ত্র থাক এ প্রতিবেশী দেশ কখনও চায় না। তারা এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে।'
শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা ১৩ টি ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে ৮০০০ কম্বল উপহার প্রদান করেন।
চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে ৪৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় নায়েবে আমীও ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর আমীর মাওঃ ইব্রাহীম, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওঃ মফিজুর রহমান।
অপরদিকে আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা মফিজিয়া হায়দরিয়া মাদ্রাসা ময়দানে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ্ব আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াসিন, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুবউদ্দিন, গুনবতীর আমীর ইউসুফ মেম্বার, ডাঃ মানজুর আহমেদ সাকী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ সুমন, আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু নাসেরসহ উপজেলা পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com