‘সংস্কৃতি চর্চার মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে’

কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

inside post

কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা কলেজ কুমিল্লা ফায়ার সার্ভিসের মাঠে অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারি পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া, কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মো. আলমগীর খান, প্রত্যয়ের নির্বাহি পরচিালক মাহমুদা আক্তার, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুস সামাদ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, নিয়মিতি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে। সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করতে হবে। ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন— অনুষ্ঠানের আহবায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার অনুষ্ঠানের সদস্য সচিব ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মনির হোসেন । এসময় উপস্থিত ছিলেন প্রভাষক হাসান ভূইয়া, নাইমা আক্তার, জাবেদ হোসেন, ফাহিমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানাজি, মো. সোহরাব হোসেনসহ কলেজের সকল শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন