উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
জাতীয় পার্টি ( কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন - আমরা সকলেই মানুষ। কিছু মানুষের মাঝে সংখ্যালঘু শব্দটি থাকতে পারে না।। আপনাদের অর্থাৎ সকলের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবেই আমার প্রধান লক্ষ্য।। আমি আপনাদের আশীর্বাদ কামনা করি । আমাদের পূর্বপুরুষেরা এবং আমার প্রিয় চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মাঝে কখনোই বৈষম্যের ছোঁয়া লাগেনি। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আপনাদের মুরুব্বিদের সাথে সব সময় যোগাযোগ রাখতেন, খোঁজখবর নিতেন। আমরা তার ভাতিজা; আজকে আপনাদের শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও চিওড়া শিল বাড়ির গীতাযোগ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী থাকাকালীন সনাতন ধর্মের থেকে তিনি মন্ত্রী বানিয়েছেন। চৌদ্দগ্রামে কাজী জাফর আহমদের শ্লোগান চৌদ্দগ্রামের জনতা গড়ে তোলো একতা; সেখানে কোন ধর্ম নেই দল মত নেই; একচিত্তে এক সাথে কাজ করেছিলাম। এবং সেই শ্লোগানকে সামনে নিয়ে আমি চৌদ্দগ্রামে প্রত্যেক জায়গায় গিয়ে প্রতিটি মানুষকে বুঝানোর চেষ্টা করছি। চৌদ্দগ্রামে যেন কাউকে কেউ হেয় প্রতিপন্ন করতে না পারে। সেই ধরনের রাজনৈতিক চর্চা করবো। আমি সবাইকে নিয়ে চৌদ্দগ্রামকে একটি সাজানো বাগানে রূপান্তর করবো।
তিনি ২ ফেব্রুয়ারি চিওড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও চিওড়া শীল বাড়িতে গীতাযজ্ঞ অনুষ্ঠানে এসব কথা বলেন।
মেহের বাবুর সভাপতিত্বে গীতাযজ্ঞ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদ, চৌদ্দগ্রাম হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পাল, ডাক্তার সুকুমার চন্দ্র পাল, অনিল বাবু, মেহের চন্দ্রশীল, রঞ্জিত চন্দ্র শীল। এ সময় আরো উপস্থিত ছিলেন সুরেশ চন্দ্র শীল, গণেশ চন্দ্র শীল, প্রিয় লাল চন্দ্র শীল, মরন চন্দ শীল, বিজয় চন্দ্রশীল সহ চিওড়া শ্রীশ্রী গীতা গীতা সংঘ ও চিওড়া শীল বাড়ি নেতৃবৃন্দ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com