প্রতিনিধি।।
সড়ক ও কালভার্ট না থাকায় একটি গ্রামের সহ¯্রাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। এছাড়া পরিত্যক্ত হয়ে পড়েছে একটি বাড়ি। এই দুর্ভোগে পড়েছেন কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের মানুষ। সেখানে সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রামের মোল্লা বাড়ির সাথে পাশের পশ্চিম বাড়ির মাঝে খাল রয়েছে। দেশ স্বাধীনের ৫৪বছরেও সেখানে কোন কালভার্ট হয়নি। সেখানে বাঁশের সাঁকো দেয়া হয়। কখনও খালি পড়ে থাকে। সেখানেও নৌকা দিয়ে খাল পার হতে হয়। এখানে ২০ফুট কালভার্ট প্রয়োজন। এছাড়া খাল পার হলে ডান পাশে শামার বাবার বাড়ি। এই বাড়িতে প্রবেশের ৪০ফুট সড়ক রয়েছে। সেটি ভেঙে একপাশ খালে অন্য পাশ পুকুরে পড়ে যায়। এতে সড়ক অনেকটা জমির আইলের মতো হয়ে আছে। বর্ষায় তারা নৌকা নিয়ে বাড়িতে যেতে হয়। এই বাড়িতে একসময় জহুরুল হক, আবদুস সোবহান,মুসলিমুর রহমান,সফিকুর রহমান,ফজলের রহমান ও অজি উল্লাহর পরিবার বসবাস করতেন।
যোগাযোগ ব্যবস্থা না থাকায় গত ২০বছরে ৪জন বাসিন্দা অন্যত্র বাড়ি করে থাকছেন। জহুরুল হকের ঘর থাকলেও তিনি এখানে থাকেন না। একমাত্র বাসিন্দা ফজলের রহমান। তিনি যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, যাতায়াতের ব্যবস্থা না থাকায় একে একে সবাই বাড়ি ছেড়ে চলে গেছেন। তিনি নিরুপায় হয়ে এখানে পড়ে আছেন। তিনি সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি জানান।
সরেজমিন গিয়ে দেখা যায়, গাছ ঘেরা বাড়ি। চারটি ঘরের পরিত্যক্ত ভিটা পড়ে আছে। প্রথম দেখায় মনে হবে-যেন কোন ভুতুড়ে বাড়ি। একপাশে একটি ঘর। অথচ এই বাড়ি এক সময় মানুষের উপস্থিতিতে মুখর ছিলো।
স্থানীয় উত্তরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, মনপাল গ্রামের ওই বাড়ির সড়ক ও কালভার্ট না থাকার বিষয়টি জেনেছি। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে তাদের সহযোগিতার চেষ্টা করবো।
এবিষয়ে বক্তব্য নেয়ার জন্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com