সাইফুল ইসলাম সুমন।।
শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। তাদের সাথে অংশ নেন মায়েরাও। কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে মায়েরা সবজি বীজ চেনার প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ীদের শিক্ষা উপকরণ,গাছ ও সবজি বীজ পুরস্কার দেয়া হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি'র অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, পুবালী ব্যাংকের কুমিল্লা জোনালের উপ-মহাব্যবস্থাপক মাইনুল ইসলাম, শংকুচাইল ডিগ্রি কলেজে অধ্যক্ষ সাদেক ভূঁইয়া, শংকুচাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান মুন্সি।
এসময় বক্তারা বলেন, তোমাদের হাত ধরেই এদেশের নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। তোমরা ভাল ভাবে পড়াশোনা করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করবে। পড়াশোনার পাশাপাশি মনকে সতেজ করতে খেলাধুলা করতে হবে। ক্রীড়ার সাথে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তোমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষা গ্রহণ করে ধর্মীয় অনুশাসন মেনে চলবে। এসময় বিদ্যালয় পরিচালক মিজানুর রহমান, শংকুচাইল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফখরুল ইসলাম, সার্জেন্ট হাবিবুর রহমান, কৃষক আবুল কাশেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com