প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
সব নামতা যেখানে নিরর্থক
।। মনোয়ার হোসেন রতন।।
স্বপ্নীল চোখে পালক জাগার প্রথম চাঁদে-
নিজেই কখন ব্যর্থতাকে
বাঁশি সুরে সঁপে দিলাম
'নদী' নামের মোহনায়!
আজও সেই হারানো অতীতের আলো অন্ধকারে ভেসে উঠে বিস্ময়!
মুখায়ব রূপ লাবণ্যের রক্তিম মাধুরীর বিস্মিত সৌন্দর্য!
শিল্পীতো ভালোবাসার বিচ্ছুরিত সৌন্দর্যলোক থেকে ভেসে আসে সেই মুখর পদচারণা।
'ছোট্ট বেলার শত রং করা মুখ সুর তুলে আজও এই মনকে ঘিরে' সেই মন
নিজের অগোচরে খোঁজে অনাদি আশ্চর্য সুন্দরকে!
সব অভিধান যেখানে অচল;
সব নামতা যেখানে নিরর্থক!
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com