প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২২, ৪:০৯ অপরাহ্ণ
সভ্যতার মতিভ্রম — নার্গিস খান
সভ্যতার চিত্তবিকার ঘটেছে,পদস্থলন হয়েছে ,
তাল লয় ছন্দ ডিগবাজি খেয়ে নানা কসরৎ এ মত্ত,
আলগোছে শক্তি চর্চা করছে।
স্বভাব বিরুদ্ধ কাজে প্রকৃতিস্থ
হিংস্র শ্বাপদসংকুল ছিঁড়ে খাচ্ছে সভ্যতার কক্ষপথ,
সভ্যতার সংকট পৃথিবীময়,
গ্রহান্তরে বিলীন হচ্ছে চির চেনা পৃথিবী।
সভ্যতার কর্তব্য বর্বরতায় নিমজ্জিত,
দুদর্শায় চমৎকৃত শ্রেয় আর শ্রেয় মনুষত্বে
ভব্যতা সভ্যতার শ্রী বৃদ্ধি নাকি জবরদস্তি ?
চরিত্র চরিত্রার্থ নিষ্ফলা, কালের ইতরের ইতরতা
অন্তিমকালের চাঞ্চল্যে
ভীতি আর বিস্ময়ে ঊর্ধ্বশ্বাসের ব্যবধানে,
অস্পষ্ট কুয়াশায় গোপন অস্থিরতা
জ্বলন্ত মরুর উত্তপ্ত পথ,
অনুগত ক্রীতদাসের সমানুসন্ধান ।
ঝিনুকি চাঁদ , সৌন্দর্য কাঁদে বৈরাগী শহরে
উন্মাদ জোনাকির বন্ধনহীন বহরে।।
লেখক: অধ্যক্ষ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com