প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২২, ৭:০০ অপরাহ্ণ
সমাবেশস্থলের তিন কিলোমিটার জুড়ে ছিলো মাইক

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থলের তিন কিলোমিটার জুড়ে বাজছে মাইক। নেতাকর্মীরা যারা টাউনহল মাঠে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করবে তাদের শোনার জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১টার দিকে মঞ্চে এসেছেন।
সরেজমিনে দেখা গেছে, সভাস্থল থেকে শুরু করে রাজগঞ্জ এলাকা, টমছমব্রিজ এলাকা, পুলিশ লাইন্স, রাণীর বাজার জিলা স্কুল গেট ও রাণীর দিঘির পাড় পর্যন্ত সড়কের পাশ ঘেষে এসব মাইক লাগানো হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, তিন কিলোমিটার জুড়ে মাইক লাগানো হয়েছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com