প্রতিষ্ঠাতাকেও ছাপিয়ে গেল আমোদ
আজ বাংলাদেশের প্রাচীনতম সাপ্তাহিক সংবাদপত্র আমোদ তার নিয়মিত প্রকাশনার ৭০তম বর্ষে পদার্পণ করলো। এ জন্য আমরা মহান সৃষ্টিকর্তার নিকট গভীর কৃতজ্ঞতা জানাই। এটি নিঃসন্দেহে কুমিল্লাবাসীর জন্য একটি গর্বের বিষয়। বলা যায় আমোদ বয়সের দিক দিয়ে তার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফজলে রাব্বীকেও ছাপিয়ে গেছে। আজ থেকে ৩০ বছর আগে আমোদ প্রতিষ্ঠাতা মাত্র ৬৯ বছর বয়সে এ পৃথিবীর মায়া ত্যাগ করে তাঁর অনন্ত অসীম পরকালীন জীবনের যাত্রা শুরু করেন। অপর দিকে তাঁরই হাতে প্রতিষ্ঠিত আমোদ এখনো বীরদর্পে প্রতি বৃহস্পতিবার সকালে তার সম্মানিত পাঠকদের দরজায় গিয়ে কড়া নাড়ে।
আমোদ-এর চেয়ে বয়সে বড় দেশে আর মাত্র দুইটি সংবাদপত্র আছে। সেগুলি হলো সংবাদ ও ইত্তেফাক।
৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমোদ প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফজলে রাব্বীকে। যিনি গত শতাব্দীর ১৯৫৫ সালের ৫ মে আমোদ প্রকাশনা শুরু করেছিলেন। তৎকালীন সময়ে আমোদ ছিল পূর্ব পাকিস্তানের একমাত্র ক্রীড়া বিষয়ক সংবাদপত্র। চার বছর পর তা সাধারণ সংবাদপত্র হিসাবে প্রকাশিত হতে থাকে। যা আজও অব্যাহত আছে।
আজকের এ আনন্দঘন দিনে আমরা আমাদের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও পৃষ্ঠপোষকদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ রক্তিম শুভেচ্ছা।
-বাকীন রাব্বী,সম্পাদক।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com