

প্রতিনিধি:
নির্বাচনে নিরাপদ পরিবেশের জন্য কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক গোলটেবিল বৈঠক। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক সম্প্রীতির ক্যাম্পেইনের অংশ হিসেবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাপ) এই আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্য, সাংবাদিক এবং তরুণ ভোটার, শিক্ষার্থীরা অংশ নেন।
‘নির্বাচনকালীন সময়ে নাগরিকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অ-সহিংস সম্পৃক্ততা, পারস্পরিক সম্মানজনক সহাবস্থান ও নিয়মিত সংলাপে উৎসাহিত করা’ এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
এসময় বিষয়ের ওপর আলোচনা করেন মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, সাংবাদিক শাহাজাদা এমরান, মহিউদ্দিন মোল্লা ও ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
আলোচকরা সেমিনারে অংশ নেওয়া রাজনৈতিক দলের তরুণ সদস্য, তরুণ ভোটার ও শিক্ষার্থীদের উপস্থাপিত মতামতের ওপর আলোচনা করেন।
ম্যাপের প্রকল্প কর্মকর্তা সাইফুল হোসেন বাবু এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইন্টার্ন সদস্য ফারিয়া ফরিদ তনয়ার সঞ্চালনায় মতামত উপস্থাপন করেন অ্যাডভোকেট ফারহানা সেলিম, সুমাইয়া বিনতে হোসাইনী, রূপালী আক্তার, কামরুন নাহার, ইমরাত জাহান এনি, ফারিয়া অনন্যা ও সায়মা সুলতানা ফারিয়া।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। বক্তব্য দেন কনসালটেন্ট রুবাইয়াত হাসান।
রাজনৈতিক সম্প্রীতির এই ক্যাম্পেইন-এর প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে থেকেই নির্বাচন মৌসুম শুরু হয়েছে। রাজনৈতিক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যায়ে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। প্রোগ্রামের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক নেতাদের মধ্যে যোগাযোগ ও সংলাপের ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে, যা প্রায়ই ভুল-বোঝাবুঝি ও উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। এই যোগাযোগ ঘাটতি দূর না হলে রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে। এতে সম্প্রদায়ের শান্তি ও নাগরিক অংশগ্রহণ– বিশেষ করে নারী ও যুবকদের অংশগ্রহণ– ব্যাহত হতে পারে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com