সর্ববৃহৎ ঈদ জামাত কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে

inside post
অফিস রিপোর্টার।।
 এবার কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিন ঈদগাহ ছাপিয়ে ঈদের জামাত চলে যায় পাশের চারটি সড়কে। সব সড়কই ছিল মুসল্লিতে ভরপুর। স্থানীয়রা জানান, কেন্দ্রীয় ঈদগাহে এটাই কুমিল্লার সর্বকালের সর্ববৃহৎ ঈদ জামাত।

নামাজে অংশগ্রহণকারী একাধিক মুসল্লি জানান, কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ সকাল আটটার আগেই পরিপূর্ণ হয়ে যায়। এরপর ঈদগাহ সংলগ্ন নগর উদ্যান সড়ক, উত্তর দিকে ফৌজদারি সড়কের গণপূর্ত মসজিদ, পূর্ব দিকে মোগলটুলির কুমিল্লা হাইস্কুল ও দক্ষিণে কুমিল্লা স্টেডিয়াম পর্যন্ত ঈদের জামাত দীর্ঘ হয়।  ঈদের জামাত পরিচালনা করেন মুফতি শাহ ইবরাহীম কাদেরী।

নামাজে অংশগ্রহণ করা কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল বলেন, গত ৬০ বছর ধরে এখানে ঈদের জামাত আদায় করি। কোরবানির ঈদের তুলনায় রোজার ঈদে এই ঈদগাহে মুসল্লি বেশি হয়। অন্যান্য সময়েও এটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে এবার একটু ব্যতিক্রম মনে হয়েছে। ঈদগাহ ছাপিয়ে এবার আশেপাশের সবগুলো সড়কই মুসল্লিতে ভরপুর হয়ে যায়।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের খতিব মুফতি শাহ ইবরাহীম কাদেরী জানান, আমি গত ২৫ বছর ধরে এখানে ইমামতি করছি। এর আগে আমার বাবা ৪৪ বছর এখানে ইমামতি করেছেন। সাধারণত এই ঈদগাহে ২০হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এবার ৩০ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করেছেন। এটাই কুমিল্লার ইতিহাসে সর্বোচ্চ।

আরো পড়ুন