সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন

কুমিল্লার দেবিদ্বারে তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটস্থ স্বাধীনতা চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক মো. আক্তার হোসেন, এটিএম সাইফুল ইসলাম মাসুম, হাজী মামুনুর রশিদ, মাহমুদুল হাসান, সফিউল আলম রাজীব, দেবিদ্বার প্রেসক্লাবের সহ সভাপতি ফখরুল ইসলাম সাগর ও এ.আর আহম্মেদ হোসাইন প্রমুখ।
উল্লেখ্য-গত বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে স্বর্ণকার পাড়ায় সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম, মোঃ সোহেল রানা ও ইসহাক হাসানের উপর হামলা চালানো হয়। ওই সময় হামলাকারীরা ক্যামেরা, ৪টি মোবাইল ফোন, নগদ টাকা, চশমা ছিনিয়ে নেয়। সাংবাদিকদের দু’টি মোটর সাইকেলও ভাংচুর করে। শুক্রবার বিকেলে সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম বাদী হয়ে দেবিদ্বার থানায় জাকির হোসেন মেম্বার ও আবদুর রহমানসহ অজ্ঞাতনামা ৩০জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আব্দুর রহমান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।