সাংবাদিক পরিবারের ওপর হামলাকারীদের গ্রেফতারে কঠোর হুশিয়ারি
“এখন শুধু সম্পাদক আর সাংবাদিকগণই আক্রান্ত হচ্ছেন না, তাদের পরিবার পরিজনও টার্গেট হচ্ছেন। দুর্বৃত্তরা আক্রোশ মেটাতে সাংবাদিকদের ছেলে মেয়ের উপর হামলে পড়ছে, তাদের জীবনও তছনছ করে দিচ্ছে।”
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের এক মানববন্ধনে এসব কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা।
দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসান আল মামুনের খাগড়াছড়িস্থ বাসভবনে দুই দফা হামলা, ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সি.আর.এ) এ মানববন্ধনের আয়োজন করে।
সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন, (বিএসসি)র প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, সিআরএ’র সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, বিএমইউজে – চট্টগ্রামের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি প্রমুখ। মানববন্ধনে সিআরএ, বিএমইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামে সাংবাদিক হিসেবে সুপরিচিত মুখ হাসান আল মামুনসহ তার পরিবারের সদস্যদের উপর চিহ্নিত দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ রয়েছে নিষ্ক্রিয় ভূমিকায়। দুর্বৃত্তরা এখন তার স্কুল পড়ুয়া মেয়েদের টার্গেট করেও হুমকি ধমকি দিচ্ছে। হামলাকারী, সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রামের ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি।