আমোদ প্রতিনিধি।।
‘‘একটাই পৃথিবী; প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’’ এই শ্লোগানে কুমিল্লায় পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি ও বাই-সাইকেল শোভাযাত্রা বের হয়।
র্যালিতে বাই সাইকেল চালিয়ে পরিবেশ দিবসের সচেতনতা বার্তা দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশসাক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি।
বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শাহাদাত হোসেন।
মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com