কুসিক উপ-নির্বাচন
প্রতিনিধি।।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুজনেই প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র নিয়েছেন। একজন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক কুমিল্লা জেলা পিপি অ্যাড. মো. জহিরুল ইসলাম সেলিম ও মো. মাইনুদ্দিন আহমেদ। দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে বুধবার (৩১ জানুয়ারি) কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচন অংশ নিতে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, কুসিকের সাবেক দুইবারের মেয়র মো. মনিরুল হক সাক্কু ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার। উভয়ে তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ২৪ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ। বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com