প্রতিনিধি।।
কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে দুইবারের সাবেক সংসদ সদস্যকে এক চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হিসেবে কাজ করতে দেখা গেছে। তাকে চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হয়ে নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের মেয়ে খাদিজা বিনতে রোশনের (দোয়াত কলম) প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন দেবিদ্বারের দুইবারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান এমপি মো: আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য তিনি নিজেই ওই প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন বলেন, সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত কলম প্রতীকের প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়িয়েছেন। দোয়াত কলম মার্কায় ভোট পড়েছে মাত্র ৩০৩টি। অপরপক্ষে মামুনুর রশিদ ভোট পান ৯২হাজার৫২১টি, সাহিদা বেগম পান ৩৪হাজার ৪৮০টি ভোট। মামুনুর রশিদ আরো বলেন, আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করছেন। আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিয়েছেন।
কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একজন ভোটার হিসেবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনী এজেন্ট হতে পারেন। তা ছাড়া তিনি তো বর্তমান এমপি না।
সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com